চীনে আমার প্রথম বসন্ত উত্সব খুবই আনন্দদায়ক: চীনে হন্ডুরাসের রাষ্ট্রদূত
2024-02-11 17:55:43

ফেব্রুয়ারি ১১: সম্প্রতি চীনে নিযুক্ত হন্ডুরাসের রাষ্ট্রদূত সালভাদোর মোনকাদা সিএমজি-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চীনে কাটানো প্রথম বসন্ত উত্সব তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। সবখানে লন্ঠন ঝুলানো দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, বসন্ত উত্সব হলো চান্দ্র পঞ্জিকার নববর্ষের সূচনা এবং যা সব সুন্দর বিষয় ও শুভেচ্ছার সঙ্গে জড়িত। জনগণ ফসল, আনন্দ, সুখ, সফলতা এবং পরিবারের সম্প্রীতি প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন, হন্ডুরাস চীনের সঙ্গে ২০২৩ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। হন্ডুরাসের প্রেসিডেন্ট চীন সফর করেছেন এবং তখন থেকে দু’দেশের সহযোগিতা শুরু হয়।

 

দু’দেশের বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারিত হবে বলে আশা করে তিনি বলেন, দু’দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিন্ন দেশ ও সংস্কৃতি হলেও দু’পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং হাতে হাত রেখে সহযোগিতা করার মাধ্যমে আরো সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্য চেষ্টা করবে।

তিনি বলেন, ১৯৮৯ সালে তিনি চীনে এসেছিলেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনে মোট ৮০ কোটি লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। চীন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশাল পুঁজি বিনিয়োগ করেছে, এটাই ভবিষ্যতে চীনের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে বলে তিনি বিশ্বাস করেন।

সাক্ষাত্কারে মোনকাদা সবাইকে ড্রাগন বর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

লিলি/তৌহিদ