চীনের বসন্ত উৎসব গালা দেখেছে ৬৭ কোটি ৯০ লাখ দর্শক
2024-02-10 16:06:40

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) নির্মিত ও সম্প্রচারিত এবারের বসন্ত উৎসব গালার দর্শক ছিল আগের চেয়েও বেশি।

গালার দর্শক সংখ্যা গতবছরের চেয়ে ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯০ লাখে। হাই-ডেফিনিশনে ধারণ করা অনুষ্ঠানটি টিভি স্ক্রিন, পাবলিক বড় স্ক্রিন এবং মোবাইল ডিভাইসে সম্প্রচার হয়েছে একযোগে।

চান্দ্র নববর্ষের প্রাক্কালে ৯ ফেব্রুয়ারি প্রায় ২০০টি দেশে ৬৮টি ভাষায় সম্প্রচার হয় জাঁকজমপূর্ণ এ অনুষ্ঠান। সারা বিশ্ব থেকে গালায় মুগ্ধ দর্শকরা জানিয়েছেন তাদের উষ্ণ প্রতিক্রিয়া।

বেইজিং ছাড়াও এবারের গালার চারটি শাখা ভেন্যু ছিল। লিয়াওনিং প্রদেশের শেনইয়াং, শায়ানসি প্রদেশের সি’আন, হুনানের ছাংশা ও উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগর — দর্শকরা এই স্থানগুলোতেও উপভোগ করেেন লোকজ বাদ্যযন্ত্র ও লোকনৃত্যের সমন্বয়ে চীনের স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য।

১৯৮৩ সালে শুরু হওয়া এ গালা চীনা নববর্ষের সূচনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।