ভিসামুক্ত প্রবেশের আওতা বাড়াল হাইনান
2024-02-10 16:10:18

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হাইনান প্রদেশে ভিসামুক্ত প্রবেশের আওতা বাড়িয়েছে জাতীয় অভিবাসন প্রশাসন কর্তৃপক্ষ। শুক্রবার থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে বেশ কয়েকটি দেশের জন্য হাইনানে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ বেড়েছে।

এখন থেকে প্রদেশটিতে ব্যবসা, পর্যটন, চিকিৎসা, প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ভিসা লাগবে না। ভিসা ছাড়া এসব কাজে হাইনানে তারা থাকতে পারবেন সর্বোচ্চ ৩০ দিন।

অনলাইনে দেওয়া অভিবাসন কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, যেসব দেশ এ সুবিধা পাবে সেগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ইউক্রেন, ইতালি, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, সাইপ্রাস, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মোনাকো ও বেলারুশ।

প্রশাসন আরও জানিয়েছে, এ সুবিধায় হাইনানে থাকার ক্ষেত্রে বিদেশিদের থাকতে হবে প্রদেশের প্রশাসনিক অঞ্চলের মধ্যে। আসা-যাওয়ার জন্য উন্মুক্ত থাকবে সবকটি প্রাদেশিক বন্দর।

মূলত হাইনান প্রদেশে মুক্ত বাণিজ্য বন্দর প্রতিষ্ঠার উদ্যোগের একটি অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অভিবাসন কর্তৃপক্ষ।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি