বন্ধুত্বের গভীরতা দেখাল চীন-সিঙ্গাপুরের ভিসামুক্ত নীতি
2024-02-10 16:13:41

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: কার্যকর হয়েছে চীন-সিঙ্গাপুর ভিসামুক্ত নীতি। এতে করে আরও স্পষ্ট হয়েছে দুই দেশের বন্ধুত্ব, বিশ্বাস ও সহযোগিতার গভীরতা। চীনের শিল্প বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবার থেকে কার্যকর হওয়া এই ভিসামুক্ত নীতির ফলে নতুন মাত্রা যোগ হবে দুই দেশের পর্যটন শিল্পে।

চীন-সিঙ্গাপুর ভিসামুক্ত নীতির চুক্তি স্বাক্ষর হয়েছিল গত ২৫ জানুয়ারি। এটি কার্যকর হওয়ার ফলে এখন থেকে পাসপোর্টধারী চীনা ও সিঙ্গাপুরের নাগরিকরা ৩০ দিন ভিসা ছাড়া একে অপরের দেশে প্রবেশের ও থাকার সুযোগ পাবেন।

চীনা পর্যটকরা সিঙ্গাপুরের পর্যটন বাজারে এখন সবচেয়ে বেশি অবদান রেখে চলেছেন। সিঙ্গাপুরের পর্যটন বোর্ড জানিয়েছে, ২০২৩ সালে সিঙ্গাপুরে বিদেশি পর্যটক এসেছিল ১ কোটি ৩৬ লাখ। এর মধ্যে চীনের পর্যটক ছিল ১৪ লাখ। ২৩০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার খরচ করে ব্যয়ের তালিকায় তারাই ছিল শীর্ষে।

মূলত চীনের পর্যটকদের হাত ধরেই গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত, সিঙ্গাপুরের পর্যটন শহরগুলোতে নতুন কর্মসংস্থান হয়েছে ৭২ হাজার মানুষের। ভিসামুক্ত নীতির কারণে সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছে দেশটির পর্যটন বোর্ড।

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কেভিন ছিয়ং বলেছেন, ভিসামুক্ত চুক্তিটি মূলত চীন-সিঙ্গাপুরের বন্ধুত্বের একটি মাত্রা ঠিক করে দিয়েছে। তার মতে, সিঙ্গাপুর ও চীনের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি