জানুয়ারি ছিল রেকর্ড সৃষ্টিকারী উষ্ণতম মাস
2024-02-10 16:14:30


ফেব্রুয়ারি ১০: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র জলবায়ু তত্ত্বাবধান সংস্থার কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন সেবা ব্যুরোর বরাত দিয়ে গতকাল (শুক্রবার) বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছর তাপমাত্রা আবারও নতুন রেকর্ড সৃষ্টি করছে। ২০২৪ সালে জানুয়ারি ছিল বিশ্বে রেকর্ড সৃষ্টিকারী  উষ্ণতম জানুয়ারি মাস।

বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানায়, পরপর আট মাস উষ্ণতম তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে; সামুদ্রিক তাপমাত্রাও নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন সেবা ব্যুরো জানায়, চলতি বছর নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো দুর্বল হয়ে যেতে পারে। তবে, সামুদ্রিক তাপমাত্রা সামষ্টিকভাবে অস্বাভাবিক মানে দাঁড়াবে। (ওয়াং হাইমান/আলিম/মুক্তা)