বিজ্ঞানে নারীদের ক্যারিয়ার গড়ায় গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
2024-02-10 16:09:01

ঢাকা, ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা: নারীদের একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যত গঠনে বিজ্ঞানে তাদের আরও অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে অনুষ্ঠিত বিজ্ঞান সমাবেশে নবম আন্তর্জাতিক নারী ও বালিকা দিবসে সম্প্রচারিত এক ভিডিও বিবৃতিতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিজ্ঞানে নারীদের নেতৃত্বের পদে উন্নীত করা গুরুত্বপূর্ণ। এ সময় বাংলাদেশের নারী বিজ্ঞানীদের কাজকে স্বীকৃতি ও প্রণোদনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বর্তমান বিশ্ব যে চ্যালেঞ্জগুলোর মুখে, সেগুলোর সমাধান খোঁজায় গবেষণা ও উদ্ভাবনে নিয়োজিত সকল নারীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এ সময় ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিবন্ধী তরুণীদের জীবন পরিবর্তনেও কাজ করতে চান বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, তার নেতৃত্বাধীন সরকার নারীদের ভবিষ্যত গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাচ্ছে। যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ নারী। গবেষণা ও উদ্ভাবনী খাতে সরকারি অনুদান প্রাপ্তিতে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

-ফয়সল/রহমান