জানুয়ারিতে চীনের আরএমবি ঋণ বেড়েছে
2024-02-10 17:20:01

ফেব্রুয়ারি ১০: চায়না পিপলস ব্যাংক গতকাল (শুক্রবার) প্রকাশিত এক আর্থিক পরিসংখ্যানে বলেছে, ২০২৪ সালের জানুয়ারিতে চীনের আরএমবি ঋণ বেড়েছে ৪.৯২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬.২ বিলিয়ন ইউয়ান বেশি।

পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে গৃহস্থালী ঋণ ৯৮০.১ বিলিয়ন ইউয়ান বৃদ্ধি পেয়েছে এবং প্রতিষ্ঠানের ঋণ বেড়েছে ৩.৮৬ ট্রিলিয়ন ইউয়ান।

এদিকে, গত জানুয়ারিতে আরএমবি আমানত ছিল ৫.৪৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ১.৩৯ ট্রিলিয়ন ইউয়ান বেশি। এর মধ্যে পরিবারের আমানত বৃদ্ধি পেয়েছে ২.৫৩ ট্রিলিয়ন ইউয়ান। (ছাই/আলিম)