আজ থেকে শুরু চীনা বসন্ত উৎসব উদযাপন
2024-02-10 16:03:04

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে চীনে উদযাপন হচ্ছে বসন্ত উৎসব।

আতশবাজি ফুটানো, লণ্ঠন জ্বালানো, ঐতিহ্যগত খাবার-দাবার তৈরি ও খাওয়াসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার শুরু হয় সপ্তাহব্যাপী এই উৎসব। এর মধ্য দিয়ে চীনে চান্দ্র নববর্ষের সূচনা হয়। এটি পারিবারিক পুনর্মিলনের সবচেয়ে বড় বার্ষিক উপলক্ষ্য, সবচেয়ে বড় সামাজিক উৎসব এবং দীর্ঘতম ছুটির সময়। 

এই উৎসবকে ঘিরে রঙিন হয়ে উঠেছে গোটা চীন। নিজেদের বাড়িঘর ছাড়াও সড়কগুলোকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক লাল রঙে সাজানো হয়েছে। চীনা রাশিচক্র অনুযায়ী এটি ড্রাগনবর্ষ। তাই ড্রাগন থিমের পণ্য ও সাজ-সরঞ্জামে ছেয়ে গেছে গোটা চীন।

এর আগে বেইজিংয়ের মহাগণভবনে আয়োজিত বসন্ত উৎসবের এক সংবর্ধনা অনুষ্ঠানে  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের  প্রেসিডেন্ট সি চিন পিং চীনের সব জাতির মানুষ, হংকং, ম্যাকাও, তাইওয়ানবাসী এবং বিদেশে অবস্থানরত চীনাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান।

এদিকে, উৎসবের উত্তাপ ছড়িয়ে পড়ায় শীতল উত্তর চীনও উষ্ণ হয়ে উঠেছে।  চান্দ্র নববর্ষকে স্বাগত জানাতে স্থানীয় বিভিন্ন রীতিনীতির পাশাপাশি ভোজের আয়োজনে মেতেছে পরিবারগুলো। 

আর উষ্ণ দক্ষিণ চীন তো আরও উষ্ণ হয়ে উঠেছে। উৎসব শুরুর দিনই শিশু-কিশোর ও তরুণসহ বিভিন্ন বয়সীরা আড়ম্বরপূর্ণ পোশাক পরে পুরানোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছেন বিভিন্ন আয়োজনে।  

যদিও উদযাপনের ক্ষেত্রে দক্ষিণ এবং উত্তরের বাসিন্দাদের চিন্তাভাবনা একটু আলাদা। তবু দেশ জুড়েই ঐতিহ্যবাহী চালের আঠালো কেক, ডাম্পলিং, মিছরিযুক্ত পদ্মের শিকড়, মিছরিযুক্ত পদ্মের বীজসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার তৈরি করা হচ্ছে। এই বছর ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। 

ঐশী/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি