সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘সুখ ও সমৃদ্ধি আসুক’ শীর্ষক গান। আজ হলো চীনের বসন্ত উত্সবের প্রথম দিন। এদিন চীনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এ উত্সব হলো চীনা মানুষের পুনর্মিলনের সময়। এখন আমি আপনাদের চীনের বসন্ত উত্সবসম্পর্কিত দু’টি গান শোনাতে চাই। প্রথমে শুনবেন ‘আজ আমাদের অনেক আনন্দ’ শিরোনামের গান। গেয়েছেন সিয়েই সিয়াও তুং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী সিয়েই সিয়াও তুংয়ের কন্ঠে ‘আজ আমাদের অনেক আনন্দ’ নামের গানটি। খুবই আনন্দের একটি গান, তাই না? এখন আমি আপনাদের বসন্ত উত্সবসম্পর্কিত আরেকটি গান শোনাবো। গানের শিরোনাম ‘সুখ চীনে’। গানটির কথা প্রায় এরকম: ‘আকাশে সুখ, মাটিতে সুখ। নদী উঁচু পাহাড় থেকে এসেছে, উষ্ণ বসন্ত শুরু হবে। ভাইবোনের অনুভূতি এতো গভীর, পরিবারের সুখ। পরিবার ও বন্ধুরা আমরা একসঙ্গে সুখী চীনে। চীনে সুখ, আমাদের সুখ। আমরা সারা বিশ্বের সঙ্গে গান গাইবো। মানুষ সুখী, মন শান্ত। আমরা সারা বিশ্বের সঙ্গে গান গাইবো’। তাহলে চলুন বন্ধুরা, একসঙ্গে গানটি শোনা যাক।
(গান ৩)
বন্ধুরা, শুনছিলেন ‘সুখ চীনে’ শীর্ষক গান।
‘সুখ’ সম্পর্কিত আমার একটি প্রিয় গান শোনাবো শ্রোতাবন্ধুদেরকে। গানের শিরোনাম হলো ‘আমাকে কষ্ট দেবে না’। গেয়েছেন ছাই চিয়ান ইয়া। গানটির কথা প্রায় এরকম: ‘আমি কি কাউকে অসন্তুষ্ট করেছি? এদিন যে-কোনো বিষয়ে ব্যর্থ হচ্ছি। আমি বিমানবন্দরে এসেছি। কাছে কোনো অর্থ নেই। অন্ধকার মেঘ দ্রুত সরে যাও। তুমি কি জানো না আমি ছাতা নিয়ে আসিনি! অন্ধকার মেঘ দ্রুত সরে যাও। আমার মনে হয়, তুমি আমার আশায় চ্যালেঞ্জ দাও। তুমি কী করতে চাও? আমাকে এতো কষ্ট দাও! অন্ধকার মেঘ দ্রুত সরে যাও। আমি পাগল হয়ে যাবো। দয়া করো, আমাকে আর বেশি কষ্ট দেবে না।’
আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ছাই জিয়ান ইয়া’র কন্ঠে ‘আমাকে কষ্ট দেবে না’ শীর্ষক গান। খুবই সুন্দর ও আকর্ষণীয় একটি গান। আশা করি, নতুন বছরে শ্রোতাদের কোনো কষ্ট হবে না, নতুন বছরে সবাই থাকবেন অনেক আনন্দে, অনেক সুখে। আচ্ছা, এখন আমি আপনাদের প্রাণশক্তিতে ভরপুর একটি গানের সঙ্গে পরিচয় করিয়ে দিবো। গানের শিরোনাম ‘যুবচর্চা বইয়ে’। মূলত তিন জন কিশোর এ গানটি গেয়েছেন। তাদের একটি ব্যান্ড আছে। ব্যান্ডের নাম টিএফ বয়েজ। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘যুবচর্চা বইয়ে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘যখন বৃদ্ধ হবে’ শীর্ষক গান শোনাবো। এ বিশেষ দিনে আমরা সবাই পিতামাতাকে শুভেচ্ছা জানাই। গানটির কথা এমন: ‘যখন তুমি বৃদ্ধ হবে, চুল সাদা হবে। যখন তুমি বৃদ্ধ হবে, হাঁটাহাঁটি করতে পারবে না, আগুনের কাছাকাছি তাপ নিয়ে যৌবনের স্মৃতি অনুভব করবে। কতো মানুষ তোমার তরুণ ও সুন্দর সময়কে ভালোবাসতো! মাত্র একজন এখনো তোমার মনকে ভালবাসছে, তোমার চেহারার ভাঁজকে ভালবাসছে। বাতাস আসছে। তোমার তথ্য আমার মনের সংগীত। এ গান তোমার জন্য গাইছি।’
আচ্ছা, বন্ধুরা, তাহলে এখন আমরা একসঙ্গে ‘যখন বৃদ্ধ হবে’ গানটি শুনবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)