মুডি'স ইসরায়েলের সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়েছে
2024-02-10 17:21:21

ফেব্রুয়ারি ১০: মুডি'স ইনভেস্টর সার্ভিস গতকাল (শুক্রবার) জানায়, ইসরায়েলের সার্বভৌম ক্রেডিট রেটিং এ১ থেকে এ২-এ নামিয়ে আনা হয়েছে।

মুডি'স মনে করে, নতুন দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল প্রচন্ড ঋণের চাপের সম্মুখীন এবং এর জনসাধারণের আর্থিক ক্ষমতার অবনতি ঘটছে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে, ইসরায়েলের সামনে ভূ-রাজনৈতিক ঝুঁকি, বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি, উচ্চ থাকবে।

এ সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার রাতে বলেন, ইসরায়েলের অর্থনীতি স্থিতিশীল ও উন্নত।  (ছাই/আলিম)