বসন্ত উৎসবে নির্বিঘ্ন যাতায়াত ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় জোর দিলেন লি ছিয়াং
2024-02-10 16:07:52

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে চলছে বসন্ত উৎসবের ছুটি। এ সময় দেশের পরিবহন ও প্রধান খাতগুলো যেন সুষ্ঠুভাবে কাজ করে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।

গতকাল শুক্রবার চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিদর্শনকালে এ বিষয়ে কথা বলেন লি, যিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির একজন সদস্যও।

প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতি, যেমন তুষারঝড় ও শৈত্যপ্রবাহ চীনের কয়েকটি অঞ্চলের ভ্রমণকারীদের ওপর প্রভাব ফেলছে। এসব সমস্যা মোকাবিলা করে পরিবহন সক্ষমতা পর্যবেক্ষণ ও সমন্বয়ে নজর দেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী লি ছিয়াং গুরুত্বপূর্ণ কিছু শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ভার্চুয়ালি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে যে শিল্পগুলোতে বিপজ্জনক রাসায়নিক সামগ্রী ব্যবহৃত হয়, সেগুলো যাতে বসন্তের ছুটি চলাকালে দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, সে নির্দেশনাও দেন তিনি।

জাতীয় জরুরি ব্যবস্থাপনার ছুটিকালীন কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন লি। জরুরি বিভাগগুলোকে ছুটির সময়কার দায়িত্ব—বিশেষ করে উদ্ধার তৎপরতা সংক্রান্ত পরিকল্পনাগুলো আরও ঝালিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

চীনে এ বছর বসন্ত উৎসবের ছুটি চলবে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি।