চীনে কৃষিজাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত
2024-02-10 17:22:05

ফেব্রুয়ারি ১০: চলতি বসন্ত উত্সব চলাকালে, দেশজুড়ে কৃষিজাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয় আজ (শনিবার) এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দেশে মাংস, ডিম ও দুধের উত্পাদন হবে পর্যাপ্ত। আর জানুয়ারি মাসে সবজির উত্পাদন বেড়েছে।

এদিকে, সম্প্রতি প্রকাশিত এক সরকারি নথিতে বলা হয়, কৃষিপণ্যের জরুরি সরবরাহ ঘাঁটি নির্মাণ করা হবে; বিভিন্ন ধরণের মাংসের উত্পাদন-ক্ষমতা বাড়ানো হবে; দুধের মান উন্নত করা হবে। পাশাপাশি, কৃষিজাত পণ্যের মান ও নিরাপত্তার ওপরও নথিতে জোর দেওয়া হয়। (ছাই/আলিম)