চীনের বসন্ত উৎসব উপলক্ষ্যে বিদেশি নেতাদের শুভেচ্ছা
2024-02-10 16:05:26

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চান্দ্র নববর্ষ অর্থাৎ বসন্ত উৎসব উপলক্ষ্যে চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা।

তারা চীনা জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আগামী দিনগুলোতে চীনের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও সুন্দর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

চীনা চান্দ্র পঞ্জিকা অনুয়ায়ী নতুন বছর হচ্ছে ড্রাগনবর্ষ।

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সঙ্গে আলাপকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, ড্রাগনবর্ষ চীনাদের জন্য সমৃদ্ধি, ভাগ্য ও শক্তি বয়ে আনবে বলে তিনি আশা করেন।

চীনের সঙ্গে এ ইউরোপীয় দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "অংশীদারিত্বের প্রসারের জন্য ২০২৪ হবে একটি দুর্দান্ত বছর।"

চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়ে লাইবেরিয়ার ভাইস-প্রেসিডেন্ট জেরেমিয়া কং বলেন, তার দেশের জন্য যেসব কাজ চীনারা চালিয়ে যাচ্ছেন তার জন্য তারা কৃতজ্ঞ। তিনি জানান, উভয় দেশের উপকারের জন্য চীনের জনগণের সাথে কাজ চালিয়ে যাচ্ছে লাইবেরিয়ার জনগণ।

এদিকে বসন্ত উৎসব উপলক্ষ্যে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার চীনা জনগণের জন্য সুখী ও শান্তিপূর্ণ জীবন কামনা করেছেন।

সিএমজিকে তিনি বলেন, "আমি কামনা করি, চীন নতুন বছরে বিভিন্ন ক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি এবং উন্নয়ন করুক।"

তুগার আরও জানান, তিনি আশা করেন চীন ও নাইজেরিয়ার মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং দুদেশের জনগণ আরও ভালো আগামীর দিকে এগিয়ে যাবে।

এছাড়া সিয়েরা লিওনের তথ্য ও নাগরিকশিক্ষা মন্ত্রী চেরনর বাহ বসন্ত উৎসব উপলক্ষ্যে চীনের নাগরিকদের জন্য একটি ‘চমৎকার বছরের’ প্রত্যাশা ব্যক্ত করেছেন। - রহমান/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন