বাংলাদেশে পাওয়ার গ্রিড আপগ্রেড প্রকল্পের প্রথম লাইন চালু
2024-02-10 17:16:10

ফেব্রুয়ারি ১০: বাংলাদেশ জাতীয় গ্রিড আপগ্রেড ও ট্রান্সফরমেশন টার্নকি প্রকল্পের প্রথম লাইনটি গত ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী অঞ্চলে পাওয়ার গ্রিডের সঞ্চালন-ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একাধিক চীনা কম্পানি যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

জানা গেছে, প্রকল্পের মধ্যে আছে বাংলাদেশের জাতীয় গ্রিড কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে আনুমানিক ৯৯টি সাবস্টেশন এবং প্রায় ১ হাজার কিলোমিটার ট্রান্সমিশন লাইনের নির্মাণ, সম্প্রসারণ, আপগ্রেডিং ও রূপান্তর। চীনের পাওয়ার কনস্ট্রাকশন গ্রুপ, ফুচিয়ান ইঞ্জিনিয়ারিং কোং, বেইজিং চায়না কেবল থংতা ইলেকট্রিক্যাল কমপ্লিট কোং, এবং চিয়াংসু ইয়ংতিং কোং যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পটি কার্যকরভাবে বাংলাদেশের পাওয়ার গ্রিডকে উন্নত করবে এবং ট্রান্সমিশন লস কমাতে সাহায্য করবে।

পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত চীনা-অর্থায়নকৃত উদ্যোগগুলো বাংলাদেশে ৯০৩৮ মেগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতকেন্দ্র নির্মাণে অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের মোট স্থাপিত ক্ষমতার প্রায় ৩৫%।  (ইয়াং/আলিম/ছাই)