বসন্ত উৎসবে চীনে মুক্তি পাচ্ছে ৮টি চলচ্চিত্র
2024-02-10 16:15:50

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: এবারের বসন্ত উৎসব উপলক্ষ্যে চীনজুড়ে ৮টি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। এগুলোর মধ্যে উৎসব শুরুর দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ৬টি চলচ্চিত্র এবং বাকি দুটো মুক্তি পাবে এক সপ্তাহ পর পর।

চাং ইয়িমৌ, হান হান, ইয়ান হান, লিং চিয়া এবং হাও নিংয়ের মতো বিগ শট পরিচালকদের সব বিগ বাজেট চলচ্চিত্র রয়েছে মুক্তির মিছিলে।

চীনের মূল ভূখণ্ডে এই সপ্তাহান্তে ৬টি চীনা ভাষার চলচ্চিত্র একযোগে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রগুলো হলো ‘পেগাসাস ২’ (পরিচালক হান হান), ‘ইয়োলো’ (চিয়া লিং), ‘আর্টিকেল ২০’ (চাং ইয়িমৌ), ‘দ্য মুভি সম্রাট’ (নিং হাও), ‘ভিদা লা ভিদা’ (ইয়ান হান) এবং ‘বুনি বিয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির ‘টাইম টুইস্ট’ (লিন ইয়োং ছাং)।

শনিবারে মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রগুলো পর্দায় থাকবে দুই সপ্তাহ।

বসন্ত উৎসব উপলক্ষ্যে সারাদেশে সপ্তাহব্যাপী ছুটির সময় সাম্প্রতিক বছরগুলোতে সিনেমার জন্য সবচেয়ে লাভজনক মৌসুমে পরিণত হয়েছে।

এবারের বসন্ত উৎসবের বক্স অফিস গত বছরের তুলনায় বড় হবে কিনা তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। গতবছর চান্দ্র নববর্ষে চীনের প্রেক্ষাগৃহগুলো ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিকেট বিক্রি করেছিলো।

চীনের মাওয়ান রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক চাং থং আশা করছেন, ২০২৪ সালের বক্স অফিস কালেকশন দাঁড়াবে ৭-৮ বিলিয়ন ইউয়ান (৯৭৫ মিলিয়ন থেকে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)।

চাং আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রপ্রেমী দর্শকদের আগ্রহ দেখে আমরা আশাবাদী, এই বছরের বসন্ত উত্সব চলচ্চিত্রগুলো সম্পর্কে অত্যন্ত ইতিবাচক উৎসাহ তৈরি হয়েছে।”

গতবছর চান্দ্র নববর্ষে চীনের বক্স অফিসে শীর্ষে ছিলো চাং ইয়িমৌর কমেডি ড্রামা ‘ফুল রিভার রেড’। এবছর মুক্তি পাচ্ছে তার আরেকটি কমেডি ড্রামা ‘আর্টিকেল ২০’।

এবছরে চান্দ্র নববর্ষ উপলক্ষে পিছিয়ে নেই চীনের ওটিটি প্লাটফর্মগুলোও। দর্শক টানতে সকল প্ল্যাটফর্মই নিয়ে এসেছে নতুন দুর্দান্ত সব কন্টেন্ট।

বক্স অফিসে অগ্রিম টিকিট বিক্রির হিসাবে দেখা যায়, এখন পর্যন্ত এগিয়ে আছে পরিচালক ও প্রাক্তন রেসিং ড্রাইভার হান হানের ২০১৯ সালের একই শিরোনামের একটি কার-রেসিং কমেডি সিক্যুয়েল ‘পেগাসাস ২’।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপানি চলচ্চিত্র ‘১০০ ইয়েন লাভ’ থেকে অনুপ্রাণিত ড্রামা মুভি ‘ইয়োলো’। এটি চিয়া লিং পরিচালিত দ্বিতীয় ছবি। লিং তার প্রথম চলচ্চিত্র টাইম-ট্রাভেল কমেডি ‘হাই, মম’ দিয়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন। 

বক্স অফিসের তথ্যে আরও দেখা যায়, তৃতীয় স্থানে আছে ‘আর্টিকেল ২০’। এটি চাং ইয়িমৌর একটি কমেডি ড্রামা, যেখানে এক আইনজীবীর ক্যারিয়ারে ফেরার গল্প তুলে ধরা হয়েছে।

চাং জানিয়েছেন, এখন পর্যন্ত তার নির্মিত সবচেয়ে হাস্যরসাত্মক সিনেমা এই ‘আর্টিকেল ২০’।

এখন পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে ‘দ্য মুভি সম্রাট’। এটিও একটি কমেডি যেখানে এক হংকং সুপারস্টার অ্যান্ডি লাউ নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যাঙ্গাত্মক নিরীক্ষায় পতিত হন। চীনা ফিল্ম ইন্ডাস্ট্রির নির্ভরযোগ্য হিটমেকার নিং হাও পরিচালিত এ ছবিটি টরন্টোতে প্রিমিয়ার হয়েছিল এবং এটি ছিল বুসান ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী চলচ্চিত্র। কিন্তু ছবিটি বাণিজ্যিক মুক্তির তারিখ পিছিয়ে দিয়ে চীনের আসন্ন ছুটির মওসুমে বক্স অফিস বাজিতে অংশ নিয়েছে।

এই নতুন চীনা চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ভিদা লা ভিদা’ একমাত্র ছবি যেটি কমেডি নয়। এই ছবিটিতে দুজন অসুস্থ যুবকের নিরাময় যাত্রা তুলে ধরা হয়েছে।

মুক্তি যাত্রায় বাকি তিনটি অ্যানিমেশন মুভি হলো ‘বুনি বিয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির ‘টাইম টুইস্ট’, ‘পা চিয়ে’ এবং "হুয়াং ফাই: গড অফ ওয়েলথ ক্যাট’। হি রানহাও পরিচালিত ‘পা চিয়ে’ রাক্ষস, পবিত্র নিদর্শন ও স্বর্গ যাত্রার গল্প নিয়ে নির্মিত এবং কুয়াং ইয়াং পরিচালিত ‘হুয়াং ফাইই: গড অফ ওয়েলথ ক্যাট’ একটি বহুভাষিক বিড়ালকে নিয়ে তৈরি।

তবে এই সিনেমাটি অন্যগুলোর তুলনায় পরে প্রচার শুরু করায় অগ্রিম টিকিট বিক্রির বাজিতে মাওয়ান এটিকে অষ্টম অবস্থান দিয়েছে। - রাসু/রহমান

তথ্য ও ছবি: মাওয়ান