গতবছর চীনের অভ্যন্তরীণ ভ্রমণ ছিল ৪৮৯ কোটি
2024-02-10 16:04:14

ফেব্রুয়ারি ১০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৩ সালে চীনা পর্যটকরা নিজ দেশেই ভ্রমণ করেছেন ৪৮৯ কোটি বার, যা এর আগের বছরের চেয়ে ৯৩ শতাংশ বেশি।

শুক্রবার চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

অভ্যন্তরীণ পর্যটকদের মধ্যে শহুরে বাসিন্দারা ভ্রমণ করেছেন ৩৭৫ কোটি বার, যা এর আগের বছরের প্রায় দ্বিগুণ।

একই সময়ে চীনের গ্রামের বাসিন্দারা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন ১১৩ কোটি বার।

২০২৩ সালে চীনের দেশীয় পর্যটকরা ভ্রমণে মোট ব্যয় করেন ৪ দশমিক ৯১ ট্রিলিয়ন ইউয়ান (৬৮৩ বিলিয়ন ডলার)। এ অঙ্ক ২০২২ সালের অঙ্কের চেয়ে ১৪০ শতাংশ বেশি। এর মধ্যে শহুরে বাসিন্দাদের ব্যয় ছিল ৪ দশমিক ১৮ ট্রিলিয়ন ইউয়ান।

-ফয়সল/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি।