নতুন বছরের পরিকল্পনার ওপর গুরুত্ব দেন সি চিন পিং
2024-02-09 17:23:54


ফেব্রুয়ারি ৯: ‘কুও নিয়ান’ তথা নতুন বছর উদযাপন করার আসল অর্থ হচ্ছে পুরানো বছর থেকে শিক্ষা নেওয়া ও নতুন বছরের জন্য পরিকল্পনা করা। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং নতুন বছরের পরিকল্পনার ওপর তাই বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।

এবারের নববর্ষের শুভেচ্ছাবার্তায়ও তিনি ‘সংগ্রাম’ শব্দটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যবহার করেছেন। গত এক বছরে অর্জিত সাফল্য সংগ্রামের মাধ্যমেই এসেছে। তার দৃষ্টিতে সংগ্রামের জীবনই সুখের জীবন। বিশ্বে সবচেয়ে বড় সুখ জনগণের সুখী জীবনের জন্য সংগ্রাম করা।

      চলতি বছরের বসন্ত উত্সবের প্রীতিসম্মিলনীতে, সি চিন পিং সারা দেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। গত এক বছরের কঠোর পরিশ্রমের কথা স্মরণ করে তিনি আবেগের সাথে বলেন, ‘গত বছরের কঠোর পরিশ্রমের দিকে ফিরে তাকালে, আমরা আরও গভীরভাবে উপলব্ধি করি যে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে, একটি শক্তিশালী দেশ গড়ে তোলার ও জাতীয় পুনরুজ্জীবনের পথ কেবল যে চীনা জনগণের জন্য একটি উজ্জ্বল পথ, তা নয়; বরং বৈশ্বিক শান্তি ও উন্নয়নের জন্য একটি ন্যায়সঙ্গত পথও বটে।’

তিনি আরও বলেন, আজকের চীন একটি গুরুত্বপূর্ণ যাত্রায় রয়েছে। সামনের পথে, অব্যশ্যই নতুন বিষয় ও নতুন চ্যালেঞ্জ থাকবে, যার সাথে আমাদের পরিচয় নেই। কিন্তু, এই প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই, শুধুমাত্র কঠোর পরিশ্রম করেই এই যাত্রা শেষ করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)