তৃণমূলের মানুষ আনন্দে বসন্ত উত্সব কাটাবে: সি’র প্রত্যাশা
2024-02-09 18:37:46

ফেব্রুয়ারি ৯: দেশের তৃণমূল পর্যায়ের সকল মানুষ আনন্দে বসন্ত উত্সব কাটাবে বলে আশা করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। প্রতি বসন্ত উত্সবের প্রাক্কালে তিনি তৃণমূল পর্যায়ের জনগণকে বিশেষভাবে শুভেচ্ছা জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গত পয়লা ফেব্রুয়ারি সি চিন পিং থিয়ানচিন শহরের সিনখৌ থানাল দিলিউফু গ্রাম পরিদর্শন করেন। তিনি সেখানে দুর্যোগের পর উত্পাদন ও কৃষিকাজ পুনরুদ্ধারের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন বছর সবার জন্য কল্যাণকর হোক। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ, ও ভালো জীবন কামনা করি।”

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনের পর প্রথম বসন্ত উত্সব উপলক্ষ্যে সি চিন পিং কানসু প্রদেশও পরিদর্শন করেন। বসন্ত উত্সবের আগের দিন তিনি বেইজিং সাবওয়ে নির্মাণস্থল, পুলিশ স্টেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা স্টেশনও পরিদর্শন করেছেন। তিনি যারা উত্সবের ছুটির সময় চাকরিতে লেগে থাকেন, তাদের জন্য বসন্ত উত্সবের বিশেষ শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, সিপিসি’কে জনগণের সুখের জন্য কাজ করে যেতে হবে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি জনগণের সুন্দর জীবন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। (ছাই/আলিম)