যুক্তরাষ্ট্রের উচিত বল প্রয়োগ ও নিষেধাজ্ঞার কৌশল পরিত্যাগ করা: পুতিন
2024-02-09 19:13:44

ফেব্রুয়ারি ৯: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের কাঠামো পরিবর্তিত হচ্ছে। মার্কিন রাজনৈতিক অভিজাতদের উচিত এ বাস্তবতা স্বীকার করা ও এর সাথে মানিয়ে নেওয়া। আধিপত্য বজায় রাখতে বলপ্রয়োগ ও নিষেধাজ্ঞার মতো নেতিবাচক কৌশলও ত্যাগ করা উচিত যুক্তরাষ্ট্রের। পুতিন সম্প্রতি মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া এক বিরল সাক্ষাত্কারে এ কথা বলেন।

পুতিন বলেন, মার্কিন বিশেষজ্ঞরাও বলছেন যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা বদলে গেছে। ব্রিকস দেশগুলোর সম্মিলিত অর্থনীতি এখন জি-৭-এর চেয়েও বড়। বিশ্বের কাঠামোর পরিবর্তন অনিবার্য এবং এটি অব্যাহত থাকবে। এ অবস্থান অন্য দেশের উত্থান ঠেকাতে বলপ্রয়োগ, নিষেধাজ্ঞা, ও চাপ প্রয়োগের কৌশল আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়।

সাক্ষাত্কারে ইউক্রেন ইস্যুতে পুতিন বলেন, রাশিয়া কখনই আলোচনার পথ বন্ধ করনি। মিনস্ক চুক্তি বাস্তবায়নের জন্য, ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের প্রতি বারবার আহ্বান জানিয়েছে রাশিয়া।

তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা, চাপ, ও বল প্রয়োগের নীতি সফল হবে না এবং রাশিয়া শেষ পর্যন্ত নিজের স্বার্থ রক্ষা করবে। (ইয়াং/আলিম/ছাই)