২১০০ মিডিয়া আউটলেটে সিএমজি গালা
2024-02-09 15:46:18

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের ২০০টি অঞ্চলের ২১০০টিরও বেশি মিডিয়া আউটলেটে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বসন্ত উৎসব গালার সম্প্রচার হবে। চীনের নববর্ষের প্রাক্কালে বিশ্বের সবচেয়ে বেশি প্রদর্শিত টিভি শো এটি।

এ বসন্ত উৎসব গালার নাম ‘ছুনওয়ান’। এর সূচনা হয় ১৯৮৩ সালে।

এ টিভি শোতে থাকে ঐতিহ্যবাহী গান, নাচ, অপেরা, কমেডি, মার্শাল আর্ট ও নানা ধরনের অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী। যা নতুন বছরের সূচনা পর্যন্ত স্থায়ী হয়৷ এটি বিশ্বজুড়ে থাকা চীনা জনগণের একটি সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে। এটি একইসঙ্গে চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের সারসংক্ষেপ তুলে ধরে সমগ্র বিশ্বের সামনে।

২০২৩ সালের বসন্ত উৎসব গালা ছিল বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি প্রোগ্রাম। এর নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সমস্ত সিএমজি মিডিয়া চ্যানেলের মাধ্যমে ওই অনুষ্ঠান দেখা হয়েছিল এক হাজার একশ কোটি বার।

এবার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রাশিয়ান চ্যানেলগুলোর সঙ্গে ৬৮টি বিভিন্ন ভাষায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসহ, দুই শতাধিক দেশ ও অঞ্চল জুড়ে দুই হাজার একশটিরও বেশি মিডিয়া আউটলেটে প্রচার হবে ২০২৪ বসন্ত উৎসব গালা।

গালা ও এর প্রচারমূলক ভিডিওগুলো দেখানো হবে ৪৯টি দেশের ৯০টি শহরের তিন হাজারেরও বেশি পাবলিক স্ক্রিনে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।