বয়স্কদের সম্মান ও ছোটদের স্নেহ করার গুণ (২)
2024-02-09 13:20:02

 

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

 

‘সি পো’ জনগণ একসময় বয়স্কদের সম্মান করাকে একটি গুরুত্বপূর্ণ পারিবারিক নিয়ম হিসাবে বিবেচনা করত। উদাহরণস্বরূপ, কিছু পারিবারিক নিয়মে বলা হয়েছে যে, ‘যারা বৃদ্ধের মুখের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়’ এবং ‘যারা বৃদ্ধাকে গালি দেয়’ তাঁরা মকুন সভায় শাস্তি পাবে। সাধারণ উত্সব ও বিবাহের সময়, বয়স্কদের প্রথমে টেবিলে বসতে দেওয়া হয়। রাস্তায় একজন বয়স্ক ব্যক্তির মুখোমুখি হলে, ঘোড়ার পিঠে বা গাড়িতে আরোহীদের অবশ্যই পথে নেমে আসতে হবে বা ‘দাকিয়ান’ স্যালুট দিয়ে তাদের অভিবাদন জানাতে এগিয়ে যেতে হবে। যখন একজন বৃদ্ধ লোক আসেন, তখন ছোটদের উচিত তার জন্য পথ ছেড়ে দেওয়া এবং বয়স্ক লোকটিকে প্রথমে যেতে দেওয়া। বৃদ্ধরা যখন শিক্ষা দেন, তখন তরুণদের অবশ্যই হাত নামিয়ে শুনতে হবে; বড়রা যখন কথা বলেন, তখন ছোটদের অকারণে বাধা দেওয়া নিষেধ। যুবকরা বয়স্কদের সঙ্গে একই টেবিলে বসে পান করতে পারে না। বয়স্কদের জামাকাপড়, জুতা, টুপি, ইত্যাদি অযৌক্তিকভাবে উল্টানো উচিত নয়, বিশেষ করে টুপিগুলো অযৌক্তিকভাবে উল্টানো উচিত নয়। যারা বয়স্কদের যত্ন নেয় না, তাদের ভারী কাজ করতে বাধ্য করে বা সহায়তা দিতে ব্যর্থ হয়, তাঁরা সমাজের উপহাস ও তিরস্কারের পাত্র হয়। তরুণ প্রজন্ম বড়দের তাদের প্রথম নাম ধরে ডাকতে পারে না। অতএব, ‘সি পো’  জনগণের মধ্যে, কিছু নাতি-নাতনি তাদের পূর্বপুরুষদের নাম জানে না যতক্ষণ না তারা মারা যায়।

 

বৃদ্ধকে সম্মান করুন এবং তরুণদের ভালোবাসুন

তাজিক সমাজের পুরুষরা পরিবারের প্রধান হলেও, তাজিক নারীরা দৈনন্দিন জীবনে অত্যন্ত সম্মানিত। উদাহরণস্বরূপ, যদি একদল লোক বেড়াতে আসে, নববর্ষের শুভেচ্ছা জানায় বা বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলে হোস্ট অতিথিদের মধ্যে সবচেয়ে বয়স্ক মহিলাকে সবচেয়ে বিশিষ্ট অতিথি হিসাবে গণ্য করবেন এবং প্রবেশের সময় প্রথমে তাকে যেতে বলবেন। তাজিক বাড়িগুলোতে, বাম কাং হল উপরের সিট এবং ডান কাং হল নীচের আসন। অতিথিরা ঘরে প্রবেশ করার পরে, মহিলা অতিথিরা বাম কাং-এ বসেন এবং মহিলা অতিথিদের মধ্যে সবচেয়ে বড়টি মাথার টেবিলে বসে। অতিথিদের মাংস পরিবেশন করার সময়, হোস্টকে প্রথমে ভেড়ার মাথা এবং লেজ দেওয়া হয়, যা তাজিকদের কাছে সবচেয়ে মূল্যবান বলে গণ্য, টেবিলে থাকা বয়স্ক মহিলা অতিথিকে। যখন তারা নিয়মিত মিলিত হয়, তখন যুবক-যুবতীরা তাদের মহিলা প্রবীণদের হাতের তালুতে চুম্বন করবে।

বয়স্কদের সম্মান করার পাশাপাশি, তরুণদের যত্ন নেওয়াও সিনচিয়াংয়ের সকল জাতিগোষ্ঠীর একটি সুন্দর রীতি। উইঘুর, কাজাখ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বাচ্চাদের যত্ন নেওয়ার একটি শক্তিশালী রীতি রয়েছে। প্রবীণরা প্রায়শই তাদের বাচ্চাদের জন্য প্রার্থনা করেন এবং তাদের সবৃদ্ধি কামনা করেন; তারা তাদের বাচ্চাদের খুব ভালোবাসেন এবং তাদের মারধর করেন না বা তিরস্কার করেন না। অন্য কারও বাড়িতে যাওয়ার সময়, সাধারণত বাচ্চাদের জন্য উপহার নিতে হয়। বাবা-মায়েরা তাদের বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন, যখন তারা ট্রিপ থেকে ফিরে আসবেন, এমনকি কয়েকটি মিষ্টি হলেও।

শুধু তাই নয়, তারা তাদের সন্তানদের নৈতিক শিক্ষার দিকেও মনোযোগ দেযন, তাদের বৃদ্ধ ও গুরুজনদের সম্মান করতে শেখাযন এবং বৃদ্ধ ও প্রবীণদের দেখলে সালাম দিতে শেখান। বাড়িতে অতিথি এলে ছেলেদের উচিত অতিথিদের ঘোড়া বা গাধার লাগাম ধরে এগিয়ে আনা; অতিথিরা খাবারের আগে এবং পরে তাদের হাত ধোয়ার সময়, শিশুরা প্রায়শই কেটলি ধরে অতিথিদের জন্য জল ঢেলে দেয়। রাতে, মেয়েরা রাতের অতিথিদের জন্য বিছানা তৈরি করে। অনেক জায়গায় এখনও এই ঐতিহ্যবাহী শিষ্টাচার এবং রীতিনীতি বজায় রয়েছে।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ঊর্মী/আলিম)