বাংলাদেশে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
2024-02-09 15:49:22

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা: বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে আজ শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ উপলক্ষ্যে সকাল থেকেই তুরাগের তীরে ছিল মুসল্লিদের ভিড়।

দ্বিতীয় পর্বে যোগ দিতে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা। ভিড় বেড়ে গেলে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বয়ান।

গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছিল মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা। আজ শুরু হয়েছে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের আসর।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন।  ময়দানজুড়ে টানানো হয়েছে প্যান্ডেল ও সামিয়ানা। বিদেশি অতিথিদের জন্য টিন দিয়ে বানানো হয়েছে বিভিন্ন সুবিধাসহ থাকার ব্যবস্থা।

এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গত ২ ফেব্রুয়ারি, যা ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

ফয়সল/শান্তা