সি’র পছন্দ পরিশ্রমী ও সাহসী মানুষ
2024-02-09 19:12:17

ফেব্রুয়ারি ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পরিশ্রমী ও সাহসী মানুষ পছন্দ করেন। তিনি মনে করেন, মানুষ তথা জনগণই ইতিহাসের স্রষ্টা ও প্রকৃত নায়ক। তিনি যাদের সম্পর্কে সবচেয়ে বেশি যত্নশীল, তাঁরা হলেন মানুষ এবং যাদের সবচেয়ে বেশি পছন্দ করেন, তাঁরাও মানুষ।

     সি চিন পিং একবার বলেছিলেন, "আমাদের মতো ১৪০ কোটি জনসংখ্যার দেশে, সবাই যদি অবদান রাখে, তাঁরা একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে পারে।”

    সাধারণ মানুষই মহত্ত্ব তৈরি করে এবং নায়কদের জন্ম হয় জনগণের মধ্য থেকেই। ২০১৯ সালে বসন্ত উত্সবের প্রাক্কালে, প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের ছিয়ানমেন শিথো হুথং-এ "ডেলিভারি বয়"-দের দেখতে এসেছিলেন এবং তাদেরকে "পরিশ্রমী ছোট্ট মৌমাছির মতো, কঠোর পরিশ্রমী কর্মী" বলে প্রশংসা করেছিলেন।  

     ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর, বিশ্বের বৃহত্তম নবনির্মিত বিমানবন্দর- তাশিং আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে, সি চিন পিং বিমানবন্দর নির্মাণ ও পরিচালনায় অংশগ্রহণকারী কর্মী ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও  শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    জনগণই ইতিহাসের স্রষ্টা, আর জনগণই প্রকৃত নায়ক। সি চিন পিংয়ের কথায় নায়করা হলেন নতুন যুগের নির্মাতা এবং সংগ্রামী। তাঁরা একটি উন্নত জীবনের স্রষ্টা ও অভিভাবক; তাঁরা স্বপ্নের সন্ধানকারী; তাঁরা নতুন যুগে ১৪০ কোটি চীনা জনগণের সংগ্রামী গোষ্ঠীর প্রতীক এবং তাঁরা সবাই মানুষ। (ইয়াং/আলিম/ছাই)