আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্ক গভীর করবে বিআরআই: চীনে নিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত
2024-02-09 15:48:31

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে পর্তুগালের রাষ্ট্রদূত পাউলো জর্জ নাসিমেন্তো বলেছেন, চীন-প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা বিআরআই হলো আন্তর্জাতিক সহযোগিতাকে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

পশ্চিম ইউরোপের প্রথম দিককার দেশ হিসেবে চীনের সঙ্গে বিআরআই সহযোগিতার নথিতে স্বাক্ষর করে পর্তুগাল।

ইউরোপের সুপ্রাচীন মেরিটাইম সিল্ক রোডের সূচনা বিন্দু হিসেবে, পর্তুগালকে চীন এই উদ্যোগের প্রাকৃতিক অংশীদার হিসেবেই দেখে আসছে।

নাসিমেন্তো বলেন, ‘আমরা সবসময় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে একটি বিশাল সম্ভাবনা হিসেবে বিবেচনা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার গভীরতা দেখার আশা করে পর্তুগাল।’

এই বছর চীন ও পর্তুগালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী। এ উপলক্ষ্যে রাষ্ট্রদূত নাসিমেন্তো বলেছেন, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ার জন্য যা যা দরকার তার সবই আছে চীনে। আমরা আশা করি, কূটনৈতিক সম্পর্কের ৪৫ তম বার্ষিকীর বছরটি নতুন সুযোগ নিয়ে আসবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।