মহাকাশ স্টেশন থেকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালেন চীনা নভোচারীরা
2024-02-09 17:31:18

 

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে বিশ্বজুড়ে চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন শেনচৌ-১৭ মিশনের নভোচারীরা।

 

চীনা চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মিশনের নভোচারীরা বসন্ত উৎসবের বার্তা দিয়েছেন, ডাম্পলিংয়ের স্বাদ নিয়েছেন এবং উপর থেকে তাকিয়ে দেখেছেন নিজের মাতৃভূমিকে।

 

থিয়ানকং থেকে পাঠানো ভিডিওবার্তায় চীনা নভোচারী থাং হংবো বলেছেন, ‘ড্রাগনবর্ষ ও বসন্ত ঘনিয়ে আসার সাথে সাথে পরিবারগুলো পুনরায় মিলিত হয়। এই মুহূর্তে মাতৃভূমি সত্যিই সুন্দর। এই আনন্দ এবং শান্তিই আমাদের দৃষ্টিতে এনে দেয় সবচেয়ে দামি সুখ এবং উষ্ণতা, যা আমরা সবচেয়ে বেশি মিস করি। যদিও আমরা আমাদের মাতৃভূমি ও পরিবারের কাছ থেকে অনেক দূরে আছি, তবু আমরা আপনাদের পাঠানো বসন্ত উৎসবের শুভেচ্ছা পেয়েছি। মহাকাশে আমরা একটি পরিপূর্ণ ও সুখি চীনা নববর্ষ উদযাপন করবো।’

 

আরেক নভোচারী চিয়াং সিনলিন বলেন, ‘চীনা নববর্ষ উপলক্ষে, পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে থাকা চীনের মহাকাশ স্টেশন থেকে আমরা আমাদের মহান মাতৃভূমির সমৃদ্ধি কামনা করছি।’

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।