সন্ত্রাসবাদের বিরোধিতা করে পাকিস্তানে নিরাপদ নির্বাচন চায় চীন
2024-02-09 15:45:26

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং সন্ত্রাস নির্মূলের প্রচেষ্টায় পাকিস্তানকে সমর্থন করে। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন এ কথা।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে এমনটা বলেন তিনি।

ওয়াং বলেন, ‘আমরা গভীরভাবে মর্মাহত এবং পাকিস্তানে হামলার তীব্র নিন্দা জানাই। আমরা নিহতদের জন্য শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং তা নির্মূল করার নিরলস প্রচেষ্টায় পাকিস্তান সরকার ও জনগণকে দৃঢ়ভাবে সমর্থন করে।’

ওয়াং বলেন, ‘সকল পরিস্থিতিতে কৌশলগত অংশীদার এবং পরীক্ষিত বন্ধু হিসেবে, আমরা আশা করি পাকিস্তানের সাধারণ নির্বাচন হবে মসৃণ, স্থিতিশীল এবং নিরাপদ।’

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।