পরিবারের ওপর গুরুত্ব দেন সি চিন পিং
2024-02-09 18:38:33

ফেব্রুয়ারি ৯: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় পরিবারের ওপর গুরুত্ব দিয়ে থাকেন। তিনি বলেন, দেশের সমৃদ্ধি ও জাতির পুনরুজ্জীবন শেষ পর্যন্ত হাজার হাজার পরিবারের সুখের প্রতিফলন। তার বিভিন্ন বক্তৃতায় তিনি দেশের প্রতিটি ছোট পরিবারের গুরুত্ব গভীরভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিবার হলো সমাজের মৌলিক কোষ ও জীবনের প্রথম বিদ্যালয়। যুগ যতই পরিবর্তিত হোক না কেন, জীবনধারা যতই পরিবর্তিত হোক না কেন, পরিবার গঠনে আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে।  হাজার হাজার পরিবার জাতীয় উন্নয়ন ও অগ্রগতি এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।

২০১৮ সালের বসন্ত উত্সব প্রীতিসম্মিলনীতে তিনি তাঁর ভাষণে বলেন, প্রতিটি পরিবার ভালো হলেই দেশ ভালো ও জাতি ভালো হতে পারে। পরিবার ও দেশপ্রেমের প্রতি ভালোবাসাকে একীভূত করতে হবে। ব্যক্তিগত স্বপ্ন ও পারিবারিক স্বপ্ন বাস্তবায়নকে জাতীয় স্বপ্নের সাথে একীভূত করতে হবে। দেশের সমৃদ্ধি ও উন্নয়ন ছাড়া পরিবারে সুখ-শান্তি থাকবে না। একইভাবে, হাজার হাজার সুখী পরিবার ছাড়া দেশের সমৃদ্ধি ও উন্নয়ন হবে না। (ছাই/আলিম)