লাটিমের খেলা
2024-02-09 15:44:36

ফেব্রুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৫৬ জাতিগোষ্ঠীর রয়েছে বিচিত্র সব রীতিনীত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। ইয়াও জাতির একটি রীতি হলো বসন্ত উৎসবের আগে লাটিম ঘুরানো। তারা বিশ্বাস করে লাটিম ঘুরালে নতুন বছরে সৌভাগ্য আসবে। সম্প্রতি দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের তাহুয়া ইয়াও স্বায়ত্তশাসিত কাউন্টির রেনলিয়াং গ্রামে অনুষ্ঠিত হয় লাটিম প্রতিযোগিতা।

লাটিম সংস্কৃতির একজন ইনহেরিটর ওয়েই শোওচি। তিনি মনে করেন এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ঐতিহ্য পৌঁছে দেয়া হয় এবং এর  ধারাবাহিকতা রক্ষা করা যায়।

লাটিম ঘুরানোর মাধ্যমে নতুন বছরে ভাগ্যের চাকা ঘুরানো হয় বলে মনে করেন ইয়াও জাতির মানুষরা।

লাটিম প্রতিযোগিতায় স্থানীয় পর্যটকরাও অংশ নেন।

শান্তা/ফয়সল