ফেব্রুয়ারি ৮: বসন্ত উত্সব ঘনিয়ে আসছে। চীনের সিনচিয়াং-এর প্রাচীন শহর কাশগরও তাই রঙিন আলোয় সজ্জিত হয়েছে। লোকেরা গান গাইছে ও নাচছে—এমন একটি দৃশ্য এখন সেখানে সাধারণ। সিএমজি’র বসন্ত উত্সব গালার একটি শাখা ভেন্যু এই হাজার বছরের পুরানো শহর। (ইয়াং/আলিম/হাইমান)