জানুয়ারিতে চীনে সিপিআই কমেছে
2024-02-08 16:15:34

ফেব্রুয়ারি ৮: চলতি বছরের জানুয়ারিতে গোটা চীনের কনজুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ০.৮ শতাংশ কমেছে এবং গত ডিসেম্বরের চেয়ে ০.৫ শতাংশ পয়েন্ট বেড়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, জানুয়ারিতে খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ৫.৯ শতাংশ কম ছিল। খাদ্যের মধ্যে শুকরের মাংস, শাকসবজি এবং ফলের দাম যথাক্রমে ১৭.৩, ১২.৭ এবং ৯.১ শতাংশ কম ছিল। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)