নতুন বছরকে স্বাগত জানাতে সিনচিয়াংয়ে রঙিন পরিবেশনা
2024-02-08 19:41:05

ফেব্রুয়ারি ৮: চীনের সিনচিয়াংয়ে আসন্ন নববর্ষকে স্বাগত জানাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ প্রস্তুত হচ্ছে; আয়োজন করা হচ্ছে ছিনহুয়াই লণ্ঠন ও গ্রামীণ সন্ধ্যা সাংস্কৃতিক উত্সব।

চলতি বছর, চিয়াংসু প্রদেশের নানচিং শহর থেকে আসা ছিনহুয়াই লণ্ঠন প্রথমবারের মতো সিনচিয়াংয়ের ইনিংয়ে প্রদর্শিত হচ্ছে। ইলি নদীর পর্যটনকেন্দ্রে অবস্থিত লণ্ঠন উত্সবে মোট ৩১ গ্রুপ লণ্ঠন জ্বালানো হয়েছে। বিভিন্ন আকৃতির রঙিন ঐতিহ্যবাহী লণ্ঠন অনেক লোকের দৃষ্টি আকৃষ্ট করছে।

এদিকে, আকসু অঞ্চলের তাগানচেং সাংস্কৃতিক উদ্ভাবনী পার্কে, আকসু অঞ্চলের গ্রামীণ সন্ধ্যা সাংস্কৃতিক উত্সব চলছে। এই অঞ্চলের বিভিন্ন স্থানীয় বাদ্যযন্ত্রের সংমিশ্রণ, কমিডি শো এবং অপেরার পারফরম্যান্স জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে।  (ইয়াং/আলিম/হাইমান)