ব্রাজিলকে ডেঙ্গুর টিকা উত্পাদনে সহায়তা করবে হু
2024-02-08 16:20:23


ফেব্রুয়ারি ৮: ব্রাজিলকে ডেঙ্গুর টিকা উত্পাদনে সহায়তা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল (বুধবার) হু’র মহাপরিচালক ব্রাসিলিয়ায় এ তথ্য জানিয়েছেন।

‘স্বাস্থ্যকর ব্রাজিল পরিকল্পনা’–র উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, সম্প্রতি ডেঙ্গু জ্বর বিশ্বজুড়ে ফিরে এসেছে। ইতোমধ্যেই কয়েক ডজন দেশ ও অঞ্চলে থেকে রিপোর্ট পেয়েছে হু।

ডেঙ্গু মোকাবিলায় ব্রাজিলের সংশ্লিষ্ট ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, সবসময় ব্রাজিলের বৈজ্ঞানিক গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতা করছে হু, যাতে ডেঙ্গুর টিকা উন্নয়ন ও উত্পাদনকাজে সহায়তা করা যায়।

উল্লেখ্য, ব্রাজিল বর্তমানে ডেঙ্গু অনেকটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশেও ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।  (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)