ফেব্রুয়ারি ৮: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে কিরগিজ জাতিগোষ্ঠীর মধ্যে হাজার হাজার বছর ধরে টিকে আছে একটি মহাকাব্য, যার নাম ‘মানাস’। এতে বর্ণিত হয়েছে কিরগিজদের ইতিহাস।
মানাস কিরগিজ জনগণের কিংবদন্তির নায়ক। মহাকাব্য ‘মানাস’ তার নামানুসারে নামকরণ করা হয়েছে। এতে স্বাধীনতার জন্য তাঁর ও তাঁর বংশধরদের আট প্রজন্মের সংগ্রামের গল্প বর্ণনা করা হয়েছে। ২০০৯ সালে মহাকাব্য ‘মানাস’ ইউনেস্কোর ‘মানবজাতির অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার প্রতিনিধি তালিকায়’ স্থান পায়।
‘মানস’ রুশ, জার্মান, ইংরেজি, ফরাসি, তুর্কি, জাপানি ভাষায় অনূদিত হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)