‘মিসের অশ্রু’
2024-02-08 10:14:26


 

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাং দ্য লান। তিনি তার মিষ্টি ও পরিষ্কার কণ্ঠের জন্য পরিচিত। তিনি গত শতাব্দীর ৭০ ও ৮০ দশকে হংকং সংগীত মহলের জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একজন গায়িকা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চাং দ্য লানের একটি সুন্দর গান ‘মিসের অশ্রু’।গান ১

 

চাং দ্য লান ১৯৬০ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার সংগীত-প্রতিভা দেখা যায়। মাত্র ৫ বছর বসয়ে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। তার প্রতিভা দেখে তার বাবা মা তাকে শিল্প স্কুলে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। ৮ বছর বয়সে তিনি শতাধিক ইংরেজি গান গাইতে পারতেন, দেশি-বিদেশি নাচও করতে পারতেন। দশ বছর বয়সে চাং দ্য লান হংকং টেলিভিশন ব্রডকাস্টিং কোম্পানিতে যোগ দেন, টিভি নাটকের জন্য গান গাইতে ও অভিনয় করা শুরু করেন। পরে তিনি হংকংয়ের জনপ্রিয় শিশু তারকা হন।গান ২

 

১৯৭৯ সালে চাং দ্য লান সিঙ্গাপুরে গিয়ে তার প্রথম অ্যালবাম তৈরি ও প্রকাশ করেন। অ্যালবামটি সিঙ্গাপুর ও হংকংয়ে ভালো সাড়া পায়। শীঘ্রই তিনি হংকংয়ে তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবাম হংকংয়ে বেশি জনপ্রিয় হয়। অ্যালবামটি হংকংয়ের বিভিন্ন সংগীত পুরস্কার জয় করে। এর মাধ্যমে তিনি গায়িকা হিসেবে আরো পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে চাং দ্য লানের একটি জনপ্রিয় গান ‘অদৃশ্য পথ’।গান ৩

 

হংকং টেলিভিশন ব্রডকাস্টিং কোম্পানিতে কাজ করা জন্য চাং দ্য লান অনেক টিভি নাটকের জন্য গান গেয়েছেন। নিজেও টিভি নাটকে অভিনয় করেছিলেন, এ কারণে কিভাবে গানের আবেগ প্রকাশ করা যায় তিনি অন্যান্য গায়কের চেয়ে আরো ভালো জানেন। টিভি নাটকের জন্য তার গাওয়া অনেক গান পরে ক্লাসিক গানে পরিণত হয়। বন্ধুরা, এখন আমরা শুনবো একটি টিভি নাটকের জন্য তার গাওয়া দুটি বেশ জনপ্রিয় ও ক্লাসিক একটি গান ‘কবে আবার দেখা হবে’ ও ‘দৃঢ় ভালোবাসা’।গান ৪

 

গত শতাব্দীর ৮০’র যুগ হংকং সংগীত মহলের সবচেয়ে সমৃদ্ধ যুগ। হংকংয়ের গায়ক গায়িকার প্রভাবশক্তি চীনের মূলভূখণ্ডেও ছড়িয়ে পড়েন। ১৯৮৫ সালে তিনি চীনের মূলভূখণ্ডে অ্যালবাম প্রকাশের প্রথম হংকংয়ের গায়িকা হন। সেই অ্যালবামের জন্য তিনি চীনের মূলভূখণ্ডে বেশ জনপ্রিয় হন এবং পরে বসন্ত উত্সব গালায় পারফর্ম করার আমন্ত্রণ পান। সে সময় বেশিরভাগ হংকংয়ের গায়ক ক্যান্টনিজ গান গাইতেন। তবে, বসন্ত উত্সব গালার জন্য চাং দ্য লান দুটি ম্যান্ডারিন গান রচনা করেন। সেই অনুষ্ঠান প্রচার করতেই তার গান বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে তার প্রতিনিধিত্বকারী গান হয়। বন্ধুরা, এখন শুনুন চাং দ্য লানের বসন্ত উত্সব গালায় গাওয়া সুন্দর গান ‘সুন্দর বসন্তকাল’।গান ৫

 

বসন্ত উত্সব গালার পর চাং দ্য লান সেই সময় সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী হংকংয়ের গায়িকা হন। পরে তিনি আরো অনেক জনপ্রিয় গান প্রকাশ করেন। বন্ধুরা, এবার আমরা শুনবো চাং দ্য লানের ১৯৮৬ সালে প্রকাশিত একটি জনপ্রিয় গান ‘জীবন’। গানের কথায় লেখা হয়: দীর্ঘ জীবনে নিশ্চয় বৃষ্টি পড়বে, বাধা আসবে, উত্থান ও পতন হবে। তবে সব অভিজ্ঞতার পর সূর্যালোক দেখবে, মনও শক্তিশালী ও শান্ত হবে। বন্ধুরা চলুন গানটি শুনি।গান ৬

 

১৯৮৭ সালে শেষ অ্যালবাম প্রকাশের পর চাং দ্য লান অবসর নেন। অনেক বছর পার হলেও তার গানগুলো এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চাং দ্য লানের আরেকটি সুন্দর গান ‘একে অপরের সঙ্গে দেখা হল ভাগ্য’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।