চীন ও পর্তুগালের প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়
2024-02-08 18:18:21

ফেব্রুয়ারি ৮: দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার সাথে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন।

বার্তায় সি চিন পিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৪৫ বছরে, চীন ও পর্তুগাল পারস্পরিক শ্রদ্ধা, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির ধারণাকে সমর্থন করেছে, "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগে সহযোগিতা করেছে, চীন-ইইউ সম্পর্কের উন্নয়নের জন্য যৌথভাবে সহযোগিতা করেছে, এবং বহুপাক্ষিকতার পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, চীন-পর্তুগাল সম্পর্কের উন্নয়নের ওপর বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি প্রেসিডেন্ট ডি সুসার সাথে যৌথভাবে চীন-পর্তুগাল সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে গভীরতর করতে, দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে, চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে কাজ করতে, এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করতে ইচ্ছুক।

নিজের বার্তায় ডি সুসা বলেন, যদিও পর্তুগাল এবং চীনের মধ্যে অনেক দূরত্ব রয়েছে, তবে দুটি দেশ সর্বদাই সম্প্রীতির সাথে বসবাস করেছে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ বিনিময় বজায় রেখেছে। বন্ধুত্বের উত্তরাধিকারী হতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর উন্নয়নের জন্য পর্তুগাল চীনের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/হাইমান)