বেইজিংয়ে জনসম্মুখে এলো মানবসদৃশ রোবট
2024-02-08 19:16:55

 

ফেব্রুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে জনসম্মুখে এসেছে মানবসদৃশ রোবট। সম্প্রতি চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অটোমেশন ইন্সটিটিউট এর গবেষণা দল এই হিউম্যানোয়েড বা মানবসদৃশ রোবট গড়ে তুলেছে। এই রোবটের নাম দেয়া হয়েছে ‘কিউ ফ্যামিলি’।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের এর একজন একাডেমিশিয়ান এবং মাল্টিমডেল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার জাতীয় পর্যায়ের প্রধান গবেষণাগারের পরিচালক ছিয়াও হোং এর নেতৃত্বে গবেষক দল এই রোবট তৈরি করেছেন। তারা ‘বিগ ফ্যাক্টরি’ নামে একটি কারখানা গড়ে তুলেছেন যেখানে এ ধরনের রোবটের নকশা এবং সংযোজন করা হয়।

‘কিউ ফ্যামিলি’ হিউম্যানোয়েড রোবেটের বেশ কয়েক প্রকার প্রোটোটাইপ রয়েছে।

শান্তা/ফয়সল