পুরো বিশ্ব বসন্ত উত্সব গালা দেখে!
2024-02-08 23:23:03

ফেব্রুয়ারি ৮: ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি (নববর্ষের প্রাক্কালে) বেইজিং সময় রাত ৮টায়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র ২০২৪ বসন্ত উত্সব গালা বিশ্ব দেখবে!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি প্রোগ্রাম হিসাবে, বসন্ত উত্সব গালা বিশ্বজুড়ে চীনা জনগণের আনন্দ ভাগাভাগি করতে এবং নববর্ষ উদযাপনের জন্য একটি সাংস্কৃতিক উত্সবে পরিণত হয়েছে। এটি বিশ্বকে চীনা সংস্কৃতি ও নববর্ষ উত্সব বুঝতে দেওয়ার একটি জানালাও বটে।

বসন্ত উত্সব গালা ১৯৮৩ সাল থেকে প্রতিবছর নববর্ষের প্রাক্কালে সম্প্রচার হয়ে আসছে। এ গালা প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের হৃদয়ে সুন্দর স্মৃতি রেখে যাচ্ছে। সঙ্গীত, নৃত্য, অপেরা, কমেডি, স্কেচ, জাদু, অ্যাক্রোব্যাটিক্স এ গালার উপজিব্য। এ গালা বিশ্বকে চীনের চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করার সুযোগ দেয়।

নতুন বছরটি চীনা চান্দ্রপঞ্জিকার ড্রাগন বছর, এবং ড্রাগন হল চীনা জাতির টোটেম। অনুমান করা হয় যে, বিশ্বের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বসন্ত উত্সবটি কোনো না কোনো আকারে উদযাপন করে। গত কয়েক দিনে, সিএমজির আয়োজিত "বসন্ত উত্সব গালা ওভারচার" অনুষ্ঠান কেনিয়া, সুইজারল্যান্ড, লাওস, ব্রাজিল, জর্ডান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, ফিজিসহ  বিভিন্ন দেশে  প্রায় ৪০ বার অনুষ্ঠিত হয়েছে।

সিজিটিএন (চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক) এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি এবং রুশ ভাষার চ্যানেল এবং ৬৮টি ভাষায় নতুন মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে, ২০০টি দেশের ২১০০টিরও বেশি মিডিয়ায় বসন্ত উত্সব গালা লাইভ সম্প্রচার করবে। সব মহাদেশের ৪৯টি দেশের ৯০টি শহরে ৩ হাজারটিরও বেশি বড় পাবলিক স্ক্রীনে বসন্ত উত্সব গালা সরাসরি দেখা যাবে। এতে সারা বিশ্বের মানুষ আনন্দময় পরিবেশে চীনা বসন্ত উত্সব এবং চীনা সংস্কৃতির অনন্য আকর্ষণ উপলব্ধি  করতে পারবে।

 (ইয়াং/আলিম/হাইমান)