‘তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতাকে গুরুত্ব দেয় চীন’
2024-02-08 19:19:30

 

 


ফেব্রুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং চীন বরাবরের মতো আইটিইউকে তার ভূমিকা পালনে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন দেশের ভাইস প্রিমিয়ার চাং কুয়োছিং। বুধবার বেইজিংয়ে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের(আইটিইউ) সেক্রেটারি-জেনারেল ডরিন বোগদান মার্টিনের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য চাং বলেন, চীন বৈশ্বিক ফ্রিকোয়েন্সি এবং যোগাযোগ সংস্থানগুলির উন্নয়ন ও ব্যবহার, আন্তর্জাতিক আইসিটি মান প্রণয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং উদীয়মান ডিজিটাল প্রযুক্তির শাসন সংক্রান্ত অন্যান্য পক্ষের সাথে বিনিময় ও সহযোগিতাকে গভীর করতে প্রস্তুত, যাতে যৌথভাবে একটি উন্মুক্ত প্রযুক্তি গড়ে তোলা যায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক দায়িত্বে নিয়োজিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সেক্রেটারি জেনারেল ডরিন বোগদান মার্টিন চীনের তথ্য ও যোগাযোগ শিল্পের উন্নয়নে দুর্দান্ত সাফল্যের প্রশংসা করেছেন, আইটিইউ-এর কাজের জন্য দীর্ঘমেয়াদী সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন এবং চীনের সাথে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

শান্তা/ ফয়সল