বিচারিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন, বললেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
2024-02-08 19:24:37

ফেব্রুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: , চীন বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং বিচারিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার বাংলাদেশের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন , আনিসুল হককে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বলেন, চীন বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা এবং বিচারিক সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং চীন দুই দেশের মধ্যে বিচারবিভাগীয় বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।

সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের প্রতি দীর্ঘমেয়াদী দৃঢ় সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বাংলাদেশের জাতীয় উন্নয়নে সহায়তা ও অবদানের জন্য চীনের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব দুই দেশের মধ্যে বিচারিক সহযোগিতার জন্য একটি সুনির্দিষ্ট ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশ বিচারিক সহযোগিতায় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক।

শান্তা/ফয়সল