সাইবার হামলার ভিত্তিহীন অভিযোগের বিরোধিতা করেছে চীন
2024-02-08 15:24:41

ফেব্রুয়ারি ৮: ডাচ নেটওয়ার্কে সাইবার হামলা নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। চীন এ ধরনের অপবাদের তীব্র বিরোধিতা করে। গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। 

ওয়াং বলেন, মূলত চীন সাইবার হামলার প্রধান শিকার এবং সব ধরনের সাইবার হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখে। চীন হ্যাকারদের এ ধরনের আক্রমণকে উৎসাহিত করে না, সমর্থন বা প্রশ্রয়ও দেয় না বলে জানান তিনি। 

ওয়াং ওয়েনবিন আরও বলেন, সাইবার স্পেস নিরাপদ রাখা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এভাবে সুনির্দিষ্ট কোনো দেশকে অপবাদ দেওয়া এবং এমন শত্রুতার মনোভাব প্রদর্শনের ফলে নেটওয়ার্ক নিরাপত্তার হুমকি মোকাবিলার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। চীন আশা করে, সাইবার নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নিয়ে চীনের সঙ্গে কাজ করবে। 


প্রেমা/ফয়সল