উৎসবের রং ছড়াচ্ছে ট্রেন
2024-02-08 19:20:23

ফেব্রুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুইচৌ প্রদেশের রাজধানী কুইইয়াং থেকে একটি সবুজ ট্রেন চলছে থোংরেন শহরের দিকে। মাঝে পড়েছে ইয়ুফিং তোং স্বায়ত্তশাসিত কাউন্টি, ছিয়ানতোংনান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচার। অনেক পাহাড়ি অরণ্য আর প্রত্যন্ত গ্রামাঞ্চল। চীনের অধিকাংশ স্থানে এখন হাই স্পিড ট্রেন চললেও এ ট্রেনটি এখনও ধীরগতির। কিন্তু এখন এই ট্রেনে চড়ার জন্য যাত্রীদের উৎসাহের সীমা নেই। কারণ পুরো ট্রেন এখন সেজেছে উৎসবের রঙে।

বসন্ত উৎসব উপলক্ষ্যে ট্রেনের ভিতরে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হচ্ছে। পুরো ট্রেন সাজানো হয়েছে নানা রকম ঐতিহ্যবাহী সামগ্রীতে। চলছে লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। যাত্রীরা এগুলো উপভোগ করতে পারছেন।

এখন চীনের বিভিন্ন গ্রামাঞ্চলে চলছে ভিলেজ গালা। এসব জায়গায় লোকজ শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছেন। এসব ভিলেজ গালায় দর্শকরা যেতে পারছেন ট্রেনের মাধ্যমে। ট্রেন গ্রামীণ পর্যটনকে বিকশিত হতে বড় ভূমিকা পালন করছে।

গ্রামীণ পুনর্জীবনের জন্য গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে সংস্কৃতি ও গ্রাম পর্যটনে গুরুত্ব দেয়া হয়েছে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়(২০২১-২০২৫ সাল)। এই ট্রেনের মাধ্যমে গ্রামীণ পণ্য পরিবহনও চলছে। ফলে স্থানীয় কৃষি উৎপাদকরা, ক্ষুদ্র খামারী ও চাষীরা তাদের কৃষিপণ্য ও কারুপণ্য এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে পারছেন, সহজে বাজারে পৌছাতে পারছেন।

বসন্ত উৎসবের মতো বিশেষ দিবসগুলোকে সামনে রেখে ট্রেনে বিশেষ আয়োজন করা হচ্ছে ।

শান্তা/ফয়সল