পাকিস্তানের সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
2024-02-08 16:14:24


ফেব্রুয়ারি ৮: পাকিস্তানের জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে ভোটগ্রহণ স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় শুরু হয়েছে।  

পাক নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২.৮ কোটির বেশি এবং সারা দেশে ৯০ সহস্রাধিক ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রায় ৫১০০ জন প্রার্থী ২৬৬টি সাধারণ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত আছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৫টা পর্যন্ত।

এদিকে, বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি  উত্তেজনাপূর্ণ হওয়ার প্রেক্ষাপটে, বিভিন্ন জায়গায় ৫ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে পাক নিরাপত্তা বিভাগ। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা )