সিপিসি’র বসন্ত উত্সবের অনুষ্ঠানে সি চিন পিং
2024-02-08 18:17:28

ফেব্রুয়ারি ৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় পরিষদ আজ (বৃহস্পতিবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে ২০২৪ সালের বসন্ত উত্সবকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বক্তৃতা করেন। পার্টির কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের পক্ষ থেকে তিনি দেশের সকল জাতিগোষ্ঠীর মানুষকে, সেইসাথে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল, তাইওয়ানের স্বদেশী এবং প্রবাসী চীনাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বিদায়ী খরগোশ-বর্ষ ছিল চীনা কমিউনিস্ট পার্টির বিশতম জাতীয় কংগ্রেসের চেতনাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রথম বছর। একটি অত্যন্ত জটিল আন্তর্জাতিক পরিবেশ এবং সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার কঠিন কাজের মুখোমুখি হয়ে, আমরা চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করেছি, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে সমন্বয় করেছি, দৃঢ়তার সাথে কাজ করেছি, এবং সাহসের সাথে একাধিক অসুবিধা অতিক্রম করে সামনে এগিয়ে গেছি।

সি চিন পিং আরও বলেন, নতুন বছর হবে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং "চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা" বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এ বছর অবশ্যই স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির জন্য কাজ করতে হবে, সংস্কার গভীরতর করতে হবে, এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি ছিয়াং সভাপতিত্ব করেন এবং চাও ল্য চি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং শুয়ে শিয়াং, লি শি, হান চেং এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন। (ইয়াং/আলিম/হাইমান)