ইরাকের ওপর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের প্রভাব কমাতে চীনের আহ্বান
2024-02-07 17:08:00

ফেব্রুয়ারি ৭: ইরাক পরিস্থিতির ওপর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের নেতিবাচক প্রভাব যতদূর সম্ভব কমিয়ে আনতে আন্তর্জঅতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিং। তিনি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় এ আহ্বান জানান।

তাই পিং বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের নেতিবাচক প্রভাব ইরাকের ওপরও পড়ছে। ইতোমধ্যে ইরাকে অনেক হামলা হয়েছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। চীন সব পক্ষকে, বিশেষ করে প্রভাবশালী প্রধান দেশগুলোকে, ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভূখন্ডের অখণ্ডতাকে সম্মান করতে, শান্ত ও সংযত থাকতে, উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করতে গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানায়।  (ইয়াং/আলিম/হাইমান)