অন্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-02-07 14:49:50

ফেব্রুয়ারি ৭: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন,  বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। চীন সংশ্লিষ্ট পক্ষকে শান্তিপূর্ণ ও সংযত থাকতে, জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে, অন্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে এবং আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়াতে অথবা অনিয়ন্ত্রিত করা এড়ানোর আহ্বান জানায়।

(অনুপমা/তৌহিদ)