“চীনের অর্থনৈতিক পতন তত্ত্ব” ভিত্তিহীন: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
2024-02-07 11:42:08


ফেব্রুয়ারি ৭: বসন্ত উত্সব উপলক্ষে গত সোমবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এক অভ্যর্থনা অনুষ্ঠানে বলেন, “চীনের অর্থনৈতিক পতন তত্ত্ব” ও “চীনের অর্থনৈতিক শীর্ষ তত্ত্ব” ভিত্তিহীন।

তিনি বলেন, চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ মোড় নিয়েছে, উচ্চমানের উন্নয়ন দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে, উচ্চমানের উন্মুক্তকরণ ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন পথ আরো বিশাল হচ্ছে।

 

তিনি বলেন, চীনা অর্থনীতির “পরিমাণের” যৌক্তিক বৃদ্ধির পাশাপাশি “গুণগতমান” কার্যকরভাবে উন্নত হয়েছে। “স্থিতিশীলতার” দৃঢ় ভিত্তির পাশাপাশি “অগ্রগতির” বিশাল সুযোগ হবে। শুল্ক যুদ্ধ, বৈজ্ঞানিক যুদ্ধ বা সচেতন যুদ্ধ- যাই হোক না কেন, চীনের উচ্চমানের উন্নয়নের পদক্ষেপ বাধাগ্রস্ত হবে না।

(প্রেমা/তৌহিদ/আকাশ)