ওয়াং ই’র সঙ্গে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
2024-02-07 16:46:04

ফেব্রুয়ারি ৭: গতকাল (মঙ্গলবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া  পরস্পরের গুরুত্বপূর্ণ সুপ্রতিবেশী ও সহযোগী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের জনগণের কাছে বিশাল কল্যাণ বয়ে এনেছে। আঞ্চলিক শান্তি রক্ষায়ও তা ইতিবাচক ভূমিকা রেখেছে। চীন বরাবরই দক্ষিণ কোরিয়াকে এক গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখে।

জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সাথে চীনের সহযোগিতার লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। দু’দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর বেশ গুরুত্ব দেয় দক্ষিণ কোরীয় সরকার।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার ‘এক-চীননীতি’তে কোনো পরিবর্তন ঘটবে না। শিল্পচেইনের স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা )