যুক্তরাষ্ট্র বৈশ্বিক সাইবার ঝুঁকি বৃদ্ধির উত্স: চীন
2024-02-07 18:42:12

ফেব্রুয়ারি ৭: সাইবার নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি নিয়ে ৩৬০ কোম্পানির প্রকাশিত এক রিপোর্টের প্রেক্ষাপটে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, যুক্তরাষ্ট্রই বৈশ্বিক সাইবার ঝুঁকি বৃদ্ধির মূল উত্সদেশ। মার্কিন সাইবার আক্রমণের হুমকির বাইরে নয় কোনো দেশ।

মুখপাত্র ওয়াং বলেন, মার্কিন সরকার বৈশ্বিক সাইবার জগতের মৌলিক সম্পদ নিয়ন্ত্রণ করে, অন্যদের ওপর ‘সাইবার আক্রমণ’ চালানোর অভিযোগ আনে, যা অগ্রহণযোগ্য। পাশাপাশি, যুক্তরাষ্ট্র বিশাল সাইবার অস্ত্রভান্ডারও গড়ে তুলেছে, যা গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ।

তিনি জোর দিয়ে বলেন, নিজের দায়িত্বজ্ঞানহীন ও ভুল আচরণ সঠিক করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন। যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে শান্তিপূর্ণ, নিরাপদ, উন্মুক্ত ও সহযোগিতামূলক সাইবার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)