চীন-সুইজারল্যাণ্ড পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত
2024-02-07 18:41:15

ফেব্রুয়ারি ৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বুধবার) বেইজিংয়ে সুইজারল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী ইনিয়াতসিও কাসিসের সঙ্গে যৌথভাবে দু’দেশের তৃতীয় দফার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপে সভাপতিত্ব করেন।

সংলাপে দু’পক্ষ জানায়, দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, দু’পক্ষ অব্যাহতভাবে পরস্পরের মূল স্বার্থকে সম্মান করবে, প্রতিপক্ষের বাছাই ব্যবস্থা ও উন্নয়ন পথকে সম্মান করবে, দু’দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি দৃঢ়তর করবে, এবং অর্থ, শিক্ষা, মেধাস্বত্ব, জলবায়ু পরিবর্তন, সবুজ উন্নয়ন, ইত্যাদি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে।

দু’পক্ষের মধ্যে অবাধ বাণিজ্যব্যবস্থা উন্নয়নের কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং ই বলেন, সুইজারল্যাণ্ড চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত, ন্যায্য ও অ-বৈষম্যমূলক বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে, চীনের উন্মুক্তকরণের ভূয়সী প্রশংসা করেন সুইস পররাষ্ট্রমন্ত্রী। (ওয়াং হাইমান/আলিম/স্বর্ণা)