মাঝারি প্রবৃদ্ধির জন্য প্রস্তুত চীন: ওইসিডি
2024-02-07 18:51:28

ফেব্রুয়ারি ০৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর বিশ্বের অর্থনীতি সীমিত প্রবৃদ্ধির মুখ দেখলেও চীনের অর্থনীতি মাঝারি মানের উন্নতির ভেতর দিয়ে যাবে। সোমবার এমন আভাস দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি।

সোমবার প্রকাশিত ওইসিডি’র সর্বশেষ অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশ ও অঞ্চলে প্রবৃদ্ধির অসম গতি এবং উচ্চ মুদ্রাস্ফীতির হার সত্ত্বেও, বৈশ্বিক প্রবৃদ্ধি স্থিতিশীল আছে। ওইসিডি বলছে, গতবছরের মতো ২০২৪ ও ২০২৫ সালে এই স্থিতিশীলতা ধরে রাখার পেছনে বড় ভূমিকা রাখবে এশিয়ার দেশগুলো। আর এই সময়ের মধ্যে চীন থাকবে বিশ্বের সেরা তিনটি দেশের তালিকায়।

ওইসিডির ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৭ শতাংশ, আগামী বছর যা সামান্য কমে দাঁড়াতে পারে ৪ দশমিক ২ শতাংশে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি চলতি বছর ২ দশমিক ১ শতাংশ ও পরের বছর ১ দশমিক ৭ শতাংশ হবে বলে জানিয়েছে ওইসিডি।

ফয়সল/শান্তা

তথ্য: সিজিটিএন, ছবি: সিসিটিভি।